মুম্বাই, ০৩ জানুয়ারি- সানির আশা ছিল রইস সিনেমার শাহরুখের সঙ্গে আইটেম ডান্স দিয়ে তিনি এবার বলিউডে ভাল একটা অবস্থান করে নিতে পারবেন। কিন্তু তার সেই মনোবাঞ্ছায় বড় বাধা হয়ে দাঁড়াল একটি মামলা। এই মামলায় সানি অশ্লীতার দায়ে অভিযুক্ত হয়েছেন। এবার তিনি জেলেও যেতে পারেন। জানা যায়, ২০১৪ সালে সানি লিওন রাগিনী এমএমএস ২ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে বিকিনি পরে সানি হনুমান চালিশার আবৃত্তির সঙ্গে নেচেছিলেন। এই নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ২০১৪ সালে পুণের আদালতে মামলায় দায়ের করেছিলেন হেমন্ত পাতিল নামে এক সমাজকর্মী। রাগিনী এমএমএস ২-এর প্রযোজক একতা কপূরের বিরুদ্ধেও একই অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা করেছিলেন তিনি। গত সপ্তাহে এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুণে আদালতের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেএস কোকাটে। দুই মাসের মধ্যে এই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। হেমন্ত পাতিলের আইনজীবীর অভিযোগ, সানির নাচ ভগবান হনুমানকে নিয়ে সাধারণ মানুষের ভাবাবেগকে ধাক্কা দিয়েছে। এ ব্যাপারে দেশটির আদালত খুব দ্রুত সানি ও একতা কপূরকে সমন পাঠাবে বলে জানা গেছে। আর/১০:১৪/০৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j4WXZc
January 04, 2017 at 04:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top