ঢাকা, ২৫ জানুয়ারি- তথ্য প্রযুক্তি আইনে মামলার পর ২০ লাখ টাকার যৌতুক বিরোধী আইনে মামলা করেছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। এ বিষয়ে সানির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। তবে সানির বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছে সানি ও তার পরিবার। এদিকে, নিজেকে আরাফাত সানীর বৈধ স্ত্রী হিসেবে দাবি করেছেন নাসরিন সুলতানা। সানির কাছ থেকে স্ত্রীর স্বীকৃতি চান বলেও সোমবার জানান তিনি। কিন্তু ক্রিকেটপ্রেমীদের কাছে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে এই নাসরিন সুলতানা? কি তার পরিচয়? যার জন্য গ্রেপ্তার করা হলো ক্রিকেটার আরাফাত সানিকে। নাসরিন সুলতানার পরিচয় খুঁজতে গিয়ে জানা যায়, সে মোহাম্মদপুর কাঁটাসুরের একটি টিনশেড বাসায় থাকেন। আটটি ছোট ছোট কক্ষ। বাসার ভেতরে ঢুকতেই হাতের ডান পাশের শেষের দুটি কক্ষে বাবা-মা ও ছোট বোনের সঙ্গে বসবাস করেন নাসরিন সুলতানা। মামার পরিবারের সঙ্গে থাকেন তারা। কথা বলে জানা যায়, তার বাবার নাম মনিরুল ইসলাম, মা রোকসানা বেগম। চার বোনের মধ্যে নাসরিন সুলতানা তৃতীয়। নাম নাসরিন সুলতানা হলেও এলাকায় ইতি নামে পরিচিত। এদিকে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর কাঁটাসুরের বাসা ছেড়ে ধানমন্ডির ফুফু নার্গিস আক্তারের বাসায় আশ্রয় নিয়েছে নাসরিনের পরিবার। নাসরিনের মামি জানান, মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজে ইংরেজিতে পড়াশোনা করে নাসরিন। ছোট বোন বীথি পড়ে একাদশ শ্রেণিতে। নাসরিনের বাবা একমি কোম্পানির গাড়ি চালাতেন। চলতি মাসেই চাকরি থেকে তিনি অবসরে গেছেন। নাসরিনের মা গৃহিণী। তিনি বলেন, নানা শ্রেণির মানুষের সঙ্গে নাসরিন মেলামেশা করে। বাবা মনিরুল বিষয়টি জেনেও মুখ বুজে থাকতেন। আত্মীয় বলে কিছু বলতে পারতাম না। নাসরিনদের কাঁটাসুরের বাসাটি দেখতে বস্তির মতো। সেখানে আরো ৫/৬টি পরিবার ভাড়া থাকে। নাসরিন সুলতানার মামাতো বোন রেহানা আক্তার। তিনি বলেন, আরাফাত সানি আরো দুই আড়াই বছর আগে এখানে মাঝে মধ্যে আসতো। রুপার (নাসরিনে মেঝো বোন) মাধ্যমে পরিচয় ছিল। তিনি আরো বলেন, ঘর দেখুন, কে বিশ্বাস করবে আরাফাত সানির সঙ্গে তার (নাসরিন) ওঠাবসা আছে। সবই স্বার্থ। চলাফেরায় বোঝার উপায় নেই। এমন কাজ না করলেও পারতো নাসরিন। তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাসরিনের বরাত দিয়ে তার ছোট বোন বীথি জানান, নাসরিনসহ পরিবারের সবাই ধানমন্ডি ফুফুর বাসায় আছেন। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেন। ওই মামলায় রবিবার তাকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আর/১৭:১৪/২৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ksbbo2
January 26, 2017 at 12:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top