উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালবাজারঃ নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে এবার ট্রাপ ক্যামেরাতে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি । উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সকালে ন্যাশনাল পার্ক এলাকার পথের ধারে গাড়ি চালক হরকা বাহাদুর ছেত্রী ওরফে অনমোল মোবাইলে বাঘের ছবি তুলে ফেলেন। দুটি ছবিই পৃথক বাঘের না কি একটিরই তা বনবিভাগ খতিয়ে দেখছে। পার্ক এলাকাতে বাঘের পায়ের আরও ছাপ মিলেছে। সামগ্রিক পরিস্থিতিতে নেওড়া ভ্যালি এলাকায় বাঘেদের সুরক্ষার দাবি জোরালো হয়েছে। পাশাপাশি, কোনও মতেই যাতে বাঘ-মানুষ সংঘাত পরিস্থিতি তৈরি না হয় তার জন্য নজরদারি চলছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kBbZXN
January 27, 2017 at 08:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন