ঢাকা, ০৮ জানুয়ারি- টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মুর্তজা অব্যাহতি নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ০৮ জানুয়ারি রোববার এ কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ক্রিকেট ক্যারিয়ারে বড় একটা অংশ জুড়ে রয়েছে ইনজুরি। সে ইনজুরির তালিকায় এবার নতুন করে যুক্ত হলো হাতের আঙুলের ইনজুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতে গিয়ে হাতে বল লেগে ভেঙে গেছে বুড়ো আঙুল। এতে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ইনিংসের ১৮তম ও নিজের শেষ ওভারের দ্বিতীয় বলে কোরি অ্যান্ডারসন ব্যাট থেকে আসা দ্রুত গতীর বল ডাইভ দিয়ে ফেরানোর চেষ্টা করতে গেলে হাতে ব্যাথা পান। সে সময় ফিজিও ডিন কনওয়ে মাঠে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় ব্যথা অনুভব করেন আরও বেশি। সাথে সাথে মাঠ ছেড়ে যান ম্যাশ। স্ক্যান করার পর জানা যায় আঘাত তেমন গুরুতর না। তবে মাঠে ফিরতে লেগে যাবে ৬ থেকে ৮ সপ্তাহ। আর এ সময়ের মধ্যে বাংলাদেশের কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ নেই। আর/১০:১৪/০৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i5tzgG
January 09, 2017 at 04:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top