মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শেকে লালন করে চিকিৎসাসেবায় কাজ করতে হবে ——ডাঃ ইহতেশাহমুল হক চৌধুরী (দুলাল)


বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) মহাসচিব ডাঃ ইহতেশাহমুল হক চৌধুরী (দুলাল) বলেছেন, দেশ আজ চিকিৎসা সেবা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে সকলের প্রচেষ্ঠা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে চিকিৎসা সেবায় মানুষেল কল্যাণে কাজ করে যেতে আহবান জানান।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ নর্থইষ্ট মেডিকেল কলেজ’র উদ্যোগে শনিবার (৭ জাুনয়ারী) কলেজের হলরুমে সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) মহাসচিব নির্বাচিত হওয়া সংবর্ধনা প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।
নর্থইষ্ট মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নূরুল আম্বিয়া চৌধুরী সভাপতিত্বে ডাঃ রাহাত ইকবাল চৌধুরী পরিচালনায় সংবর্ধীত অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) মহাসচিব ডাঃ ইহতেশাহমুল হক চৌধুরী (দুলাল)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ ও কেন্দ্রীয় সহ-সভাপতি (বি.এম.এ) অধ্যাপক ডাঃ মুর্শেদ আহমেদ চৌধুরী, নর্থইষ্ট মেডিকেল প্রাঃ লিঃ চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, নর্থইষ্ট মেডিকেল প্রাঃ লিঃ ডিরেক্টর এড্ভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, নর্থইষ্ট মেডিকেল কলেজ বিভাগীয় প্রধান নাক, কান ও গলা বিভাগ অধ্যাপক ডাঃ এ.কে.এম হাফিজ, নর্থইষ্ট মেডিকেল প্রাঃ লিঃ ডিরেক্টর অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন চৌধুরী, নর্থইষ্ট মেডিকেল কলেজ বিভাগীয় প্রধান সার্জারী বিভাগ অধ্যাপক ডাঃ মীর মাহবুবুল আলম, নর্থইষ্ট মেডিকেল কলেজ বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ অধ্যাপক ডাঃ গৌতম কুমার রায়, অধ্যাপক ডাঃ ফয়েজ উদ্দিন, সহকারী অধ্যাপক ডাঃ জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক ডাঃ মামুন ইবনে মুনিম।
নর্থইষ্ট মেডিকেল কলেজ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ডাঃ রাজিব, ডাঃ মুহিন, ডাঃ লিংকন, ডাঃ সাদিক, ডাঃ জুয়েল, ডাঃ এমদাদ, ডাঃ আউয়াল, ডাঃ সজিব, ডাঃ শাস্তনু, ডাঃ মিজান, ডাঃ স¤্রাট, ডাঃ তাহসিন, ডাঃ রায়হান, ডাঃ সুজন, ডাঃ সৈকত, ডাঃ তান্নি, ডাঃ হাসনা, ডাঃ পুনাম, ডাঃ পাপন, ডাঃ মুন্না, ডাঃ সাইফুর, ডাঃ সন্তু, ডাঃ ফারসাদ, ডাঃ জয় দীপ, ডাঃ প্রিতম, ডাঃ তুহিন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iPSWHx

January 08, 2017 at 12:18PM
08 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top