আজ দার্জিলিংয়ে রেলমন্ত্রী, রাজ্যের জন্য নতুন প্রকল্প ঘোষণার সম্ভাবনা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ পাঁচদিনের উত্তরপূর্ব ভারতের সফরে এসে বৃহস্পতিবার রেলমন্ত্রী সুরেশ প্রভু বাগডোগরা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হন। দার্জিলিং যাওয়ার পথে সেবক থেকে রংপু পর্যন্ত প্রস্তাবিত পথ পরিদর্শন করার কথা তাঁর।

রেল প্রাশাসন সূত্রের খবর, দার্জিলিং হিমালায়ান রেলওয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে ইউনেসকোর সঙ্গে আর্থিক সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে রেল কর্তৃপক্ষ। এছাড়া চুক্তি সম্পাদনের আগে রেলের তরফে উচ্চপর্যায়ের কনসালটেটিভ কমিটির একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে তিনি উপস্থিত থাকবেন। দুদিন দার্জিলিং সফরের পর ২১ জানুয়ারি রওনা হবেন গ্যাংটকের উদ্দেশ্যে। এই সফরে রেলমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য যেমন একাধিক প্রকল্প ঘোষণা করবেন তেমনি ভারত-চিন সীমান্তের নাথুলা পরিদর্শনেও যাবেন তিনি। সেখান থেকে অসম ও অরুণাচল প্রদেশেও যাওয়ার কথা আছে তাঁর।

এর পাশাপাশি রেলমন্ত্রী দার্জিলিং থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজ্যের জন্য অন্তত ২০টি প্রকল্পের সূচনা করবেন। দার্জিলিংয়ে ইউনেসকোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হলে হিমালায়ান রেলওয়েকে ঢেলে সাজানো যাবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।



from Uttarbanga Sambad http://ift.tt/2iEFBTf

January 19, 2017 at 05:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top