লজ্জার রেকর্ড ভেঙে হার বাংলাদেশের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ওয়েলিংটনঃ ১২২ বছরের রেকর্ড ভেঙে পরাজিত হল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারদিন প্রাধান্য বিস্তার করেও ওয়েলিংটন টেস্টে অবিশ্বাস্যভাবে হেরে গেল বাংলাদেশ। কোণঠাসা অবস্থা থেকে প্রথম টেস্ট জিতে নিল উইলিয়ামসন অ্যান্ড কোং। ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা, একথাই আরও একবার জ্বলন্ত উদাহরণ হয়ে রইল বেসিন রিজার্ভের মাঠে।

২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মেহেদি হাসান মিরাজ প্রথমে বেকায়দায় ফেললেও, অধিনায়কোচিত ইনিংস খেলে কিউয়িদের জয় নিশ্চিত করেন কেন উইলিয়ামসন। ৯০ বলে ১০৪ রানের ঝোড়ো ইনিংসটি সাজানো রয়েছে পনেরোটি চার দিয়ে। ৩৯/২ থেকে জুটি বাঁধেন উইলিয়ামসন ও রস টেলর। ১৬৩ রানের পার্টনারশিপ করেন তারা। টেলরের সংগ্রহ ৭৭ বলে ৬০ রান।

ম্যাচ শেষে উইলিয়ামসন বলেন, ‘আমরা একটা অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছি। আজ দারুণ বল করেছে বোলাররা। অধিনায়ক হিসেবে প্রয়োজনীয় সময়ে দলের কাজে আসতে পারায় আমি আনন্দিত।’

বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল হতাশা প্রকাশ করে জানান, নিউজিল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই জিতেছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2jC5e48

January 16, 2017 at 11:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top