নোট বাতিলের ধাক্কায় বেসামাল তরমুজ চাষিরা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দেওয়ানহাটঃ নোট বাতিলের দুর্ভোগে এ বছর তরমুজ চাষের সাফল্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর, দেওচড়াই, সদর মহকুমার পানিশালা প্রভৃতি এলাকার চাষিরা।

কোচবিহার জেলার বিভিন্ন নদীচরে তরমুজ চাষের প্রচলন রয়েছে। জেলার বলরামপুর, দেওচড়াই ও পানিশালার বহু চাষি কালজানি নদীর চরে তরমুজ চাষ করে আসছেন বহুদিন যাবত্।

নোট বাতিলের চিন্তায় পড়েছেন চাষিরা। চাষের খরচ জোগানে সমস্যায় পড়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তরমুজ চাষিদের। চাষিদের মতে, দামি বীজের পাশাপাশি তরমুজ চাষে প্রয়োজন রাসায়নিক সার, কীটনাশক ও সেচ। সবকিছু করতে গিয়েই প্রতি মুহূর্তে ঠোকর খাচ্ছেন তাঁরা। ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা তুলতে সারাদিন চলে যাচ্ছে তাঁদের। এদিকে, এ সময় তরমুজ গাছে জলসেচে কামাই দিলেও চলে না। ফলে টাকা তুলবেন না গাছ বাঁচাবেন। তা নিয়ে দোটানায় পড়েছেন তাঁরা।



from Uttarbanga Sambad http://ift.tt/2hHS3fE

January 02, 2017 at 11:30PM
02 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top