উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ বেশ কিছুদিন ধরেই শপিং সাইট অ্যামাজন কানাডায় বিকোচ্ছিল ভারতীয় জাতীয় পতাকার রঙের আদলে তিরঙা পাপোশ বা ডোরম্যাট। শুধু ভারত নয়, অন্যান্য দেশের জাতীয় পতাকার রঙের আদলে তৈরি করা ডোরম্যাট বিকোচ্ছিল এই ওয়েবসাইট। একথা কিছুদিন আগে কানাডায় থাকা ভারতীয় হাইকমিশনারকে টুইট করে জানান এক ব্যক্তি। পরে সেখান থেকে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে জানানো হয়। খবরের সত্যতা যাচাই করে তিনি বলেন,জাতীয় পতাকার অবমাননা কোনোমতেই সহ্য করা সম্ভব নয়। তিনি টুইট করে অ্যামাজনকে হুঁশিয়ারি দেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এর বিক্রি বন্ধ করার আদেশ দেন। না হলে অ্যামাজনের কোন আধিকারিকদের ভারতে আসার ভিসা দেওয়া হবে না এবং পুরনো ভিসা বাতিল করে দেওয়ার কথাও বলেন। এরপরই কার্যত উঠে যায় অ্যামাজনের সাইট থেকে এই পণ্য বিক্রি।
from Uttarbanga Sambad http://ift.tt/2jmGPiK
January 12, 2017 at 05:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন