আরবিআই-এর অনড় অবস্থানে বিরক্তি নির্বাচন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ টাকা তোলার ঊর্ধ্বসীমা নিয়ে আরবিআইয়ের অনড় অবস্থান নিয়ে একরাশ বিরক্তি প্রকাশ করল নির্বাচন কমিশন।

ভোটপ্রার্থীদের সুবিধার জন্য নগদ প্রত্যাহার করার সাপ্তাহিক ঊর্ধ্বসীমা ২৪ হাজার থেকে বাড়িয়ে ২ লক্ষ করতে গত বুধবার শীর্ষ ব্যাংককে সুপারিশ করে নির্বাচন কমিশন। ঊর্ধ্বসীমা বাড়ানো হলে ভোটের খরচ বহন করা সম্ভব হবে বলে জানায় নির্বাচন কমিশন। কিন্তু রবিবার শীর্ষ ব্যাংক কমিশনের আর্জি খারিজ করে দিয়েছে। এর পরিপ্রক্ষিতে রীতিমতো অসন্তুষ্ট নির্বাচন কমিশন।

রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতির গুরুত্বটাই বুঝতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচনি খরচ কীভাবে বহন করা হবে তা নিয়ে গভীর উদ্‌঩বেগ প্রকাশ করে কমিশন। আরবিআই-কে এক চিঠিতে কমিশন বলেছে, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করানোটা কমিশনের সাংবিধানিক কর্তব্য। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠভাবে পরিচালনার জন্য কমিশনের এই সুপারিশকে মান্যতা দেওয়া উচিত ব্যাংকের।



from Uttarbanga Sambad http://ift.tt/2jFyitA

January 29, 2017 at 10:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top