ওয়েলিংটন, ১৭ জানুয়ারি- একের পর এক ইনজুরিতে কাটছে মুশফিকুর রহিমের নিউজিল্যান্ড সফর। সফরের প্রথম টেস্টের নিজেদের দ্বিতীয় ইনিংসে টিম সাউদির করা বাউন্সারটি এড়াতে গিয়েও শেষ রক্ষা হলো না মুশফিকের। মাথায় আঘাত লাগার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন, স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। দীর্ঘদিনের সতীর্থকে এই অবস্থায় দেখে নিজেকে সামলে রাখতে পারেননি তামিম ইকবাল, দলের ফিজিওর সাথে তিনিও ছুটে গিয়েছিলেন মাঠে। তবে ম্যাচ শেষে তামিম জানিয়েছেন, মুশফিককে দেওয়া সাউদির ওই বাউন্সারে তাঁর কোন অভিযোগ নেই। ফিল হিউজের মৃত্যুর পর ব্যাটসম্যানরা মাথায় আঘাত পেলেই দুশ্চিন্তায় পড়ে যান সবাই। মুশফিকের ওভারে মাটিতে লুটিয়ে পড়া দেখে স্বভাবতই ভয় পেয়ে গিয়েছিলেম তামিমসহ অন্যরাও। ক্রিজে নামার পর থেকেই কিউই বোলাররা একের পর একে বাউন্সারে নাজেহাল করে রেখেছিলেন মুশফিককে। তামিম অবশ্য এটাকে খুব স্বাভাবিকভাবেই নিচ্ছেন, আসলে আপনি এই ব্যাপারে অভিযোগ করতে পারেন না। এটাই তাদের কৌশল। বাউন্সারে আমার কোন সমস্যা নেই, আশা করি মুশিরও নেই। নিউজিল্যান্ড যখন বাংলাদেশে এসেছিল তখন আমরা জানতাম তারা স্পিন খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। আমরা দিনভর স্পিন করেছি। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও বলেছেন, কাউকে আঘাত করা নয়, আউট করার জন্যই বাউন্সার ব্যবহার করেছেন তার বোলাররা, আমরা কখনোই কাউকে আঘাত পেতে দেখতে চাই না। ব্যাটসম্যানকে আউট করার জন্যই এই কৌশল প্রয়োগ করা হয়। বাউন্সারে আঘাত পাওয়াটা খুবই দুঃখজনক। দুই দলের সবাই এতে খুব চিন্তিত ছিল। আমরা ক্রিকেট মাঠ থেকে কাউকে অ্যাম্বুলেন্সে করে বাইরে যেতে দেখতে চাই না। আর/১৭০:১৪/১৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jjIqGs
January 17, 2017 at 11:30PM
17 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top