কলকাতা, ০৪ জানুয়ারি- সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই সর্বশক্তি দিয়ে তার বিরোধিতায় ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিরোধী নেতাদের। প্রধানমন্ত্রীকে কেন গ্রেফতার করা হবে না, সেই যুক্তি সাজাতে গিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী যা বললেন তা নিয়ে ফের বিতর্ক তৈরি হতে বাধ্য। একটি সর্বভারতীয় ইংরেজি ওয়েবসাইটের দাবি অনুযায়ী, মঙ্গলবার নবান্ন ছাড়ার সময়ে সুদীপের গ্রেফতারি নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। তখনই তিনি বলেন, তর্কের খাতিরে যদি ধরেও নিই যে সুদীপদা নির্বাচনের জন্য ২-৩ লক্ষ টাকা নিয়েছেন, তাহলেও সেটা এমন কিছু বড় ব্যাপার নয়। যদিও এই অভিযোগ নিয়ে নিশ্চিত নই। কিন্তু একই যুক্তি মানলে তো প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীকেও গ্রেফতার করা উচিত। কোটি কোটি টাকা দামের স্যুট পরার অর্থ উনি কোথায় পেলেন? বিজেপি নেতারা আদানি গ্রুপের সাহায্য নিয়ে বিদেশ থেকে টাকা নিয়ে আসে। সিবিআই-এর অবশ্য অভিযোগ, ২-৩ লক্ষ দূরে থাক, রোজ ভ্যালি থেকে সুদীপের পাওয়া আর্থিক লাভের পরিমাণ এর বহুগুন বেশি। প্রতিহিংসার রাজনীতির অভিযোগে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে গ্রেফতারের অভিযোগ তুলতে গিয়ে যে যুক্তি সাজিয়েছেন, বিরোধীরা যে তাকে হাতিয়ার করবেই, তা বলার অপেক্ষা রাখেনা। বিরোধীদের পাল্টা প্রশ্ন, তৃণমূল নেত্রী কি তাহলে পরোক্ষে মেনে নিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালি থেকে টাকা নিয়েছিলেন!



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hOsauN
January 04, 2017 at 05:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top