নিজস্ব প্রতিবেদক ● দেশের ৬৪ জেলার মধ্যে এবারও জনশক্তি রফতানির শীর্ষে রয়েছে কুমিল্লা। চলতি বছর এ জেলা থেকে ৮২ হাজার ৪৬০ জন বিদেশে কাজ করতে গেছেন। যা মোট রফতানিকৃত জনশক্তির ১১ দশমিক ৪১ শতাংশ।
এদিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। এবার এ জেলা থেকে বিদেশে গেছেন ৪৪ হাজার ৩৫ জন, যা মোট জনশক্তি রফতানির ৬ দশমিক ৯ শতাংশ। গত বছরও কুমিল্লা এবং চট্টগ্রাম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল। কর্মসংস্থানের জন্য দেশ হিসেবে বাংলাদেশিদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে ওমান। এর পরই রয়েছে সৌদি আরব, কাতার, বাহরাইন ও সিঙ্গাপুর। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এ প্রসঙ্গে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বলেন, চলতি বছর জনশক্তি রফতানির হার গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। সৌদি আরব ও মালয়েশিয়ার শ্রমবাজার আরও উন্মুক্ত হলে আগামী বছর এ হার আরও বাড়বে। তিনি বলেন, বিভাগওয়ারি হিসাবেও এবার চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ বিদেশে গেছেন।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, শুধু শীর্ষস্থান ধরে রাখাই নয়, এ বছর জনশক্তি রফতানির হারও বেড়েছে কুমিল্লা ও চট্টগ্রামের। গতবার জনশক্তি রফতানির দিক থেকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে ছিল যথাক্রমে টাঙ্গাইল, ব্রা?হ্মণবাড়িয়া ও ঢাকা। এবারও তারা একই অবস্থানে রয়েছে। তবে টাঙ্গাইল থেকে এবার বিদেশ যাওয়ার হার কমেছে। তিনি বলেন, আগামী বছর সৌদি আরব ও মালয়েশিয়ায় নতুন শ্রমবাজার খুললে পাল্টে যেতে পারে পছন্দের শীর্ষস্থানের তালিকা। কারণ চট্টগ্রাম বিভাগের মানুষ এ দুটি দেশে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
২০১৬ সালের জেলাওয়ারি জনশক্তি রফতানির চিত্র পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা থেকে বিদেশ গেছেন ৮২ হাজার ৪৬০ জন। গত বছর এ জেলা থেকে গেছেন ৫৪ হাজার ১৫১ জন। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম জেলা থেকে বিদেশে গেছেন ৪৪ হাজার ৩৫ জন। ২০১৫ সালে এ জেলা থেকে গেছেন ৩২ হাজার ৩৯৮ জন। এ হিসেবে গতবারের তুলনায় প্রায় ১২ হাজার জনশক্তি বেশি রফতানি হয়েছে চট্টগ্রাম থেকে। আর কুমিল্লা থেকে প্রবাসগমন বেড়েছে প্রায় ২৮ হাজার।
জনশক্তি রফতানি কিছুটা কমলেও এ বছরও তৃতীয় স্থানে রয়েছে টাঙ্গাইল। গতবার এ জেলা থেকে ৩০ হাজার ৯১৮ জন প্রবাসে গেলেও এ বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত গেছেন ৩০ হাজার ৮২ জন। এ ছাড়া, ২০১৫ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩০ হাজার ৭০৫ ও ঢাকা থেকে ২২ হাজার ৮৫৮ জন কর্মসংস্থানের জন্য বিদেশ গেছেন। এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে তিন পার্বত্য জেলা। বান্দরবানে গত বছর ৩৩৫, খাগড়াছড়ি থেকে একই সময়ে ৬৪৯ এবং রাঙামাটি থেকে ৩৬১ জন বিদেশ গেছেন।
চলতি বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত সাত লাখ ২২ হাজার ১০০ জন বিদেশে গেছেন। এর মধ্যে শুধু ওমানেই গেছেন এক লাখ ৮৩ হাজার ৫৭ জন। পছন্দের দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরবে কর্মসংস্থান হয়েছে এক লাখ ২৮ হাজার ৩০১ জনের। কাতার, বাহরাইন ও সিঙ্গাপুরে একই সময়ে কর্মসংস্থান হয়েছে যথাক্রমে এক লাখ ১৬ হাজার ১৫০, ৬৯ হাজার ৪০১ ও ৫২ হাজার ৬০৯ জনের।
The post ১৬ সালে সাবচেয়ে বেশি বিদেশ গেছেন কুমিল্লা থেকে appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2hB6Vww
January 01, 2017 at 08:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন