অত্যাধুনিক ব্লাড ব্যাংক চালু হল শিলিগুড়িতে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ কার্শিয়াং থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোট কনট্রোলের মাধ্যমে শিলিগুড়ি জেলা হাসপাতালে উদ্বোধন করলেন অত্যাধুনিক ব্লাড ব্যাংকের। শীতাতপ নিয়ন্ত্রিত এই ঘরে অত্যাধুনিক যন্ত্রপাতির পাশাপাশি রয়েছে রক্ত সংরক্ষন করার ব্যবস্থাও। এইচআইভি পরীক্ষা করারও বন্দোবস্ত রয়েছে এখানে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বরাদ্দ ২৫ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক ব্লাড ব্যাংক। এখানে এসে যেমন কেউ রক্ত দিতে পারবেন তেমনি রক্তদান শিবিরের আয়োজনও করা যাবে হাসপাতালের এই নতুন ব্লাড ব্যাংকে। এছাড়াও পাশেই রয়েছে রিফ্রেসমেন্ট রুম। যেখানে বিশ্রাম নিতে পারবেন রক্ত দিতে আসা মানুষেরা।



from Uttarbanga Sambad http://ift.tt/2jhKJeT

January 23, 2017 at 08:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top