বানরের উৎপাতে অতিষ্ট ৪ নং ওয়ার্ডবাসী


নগরীর ৪ নং ওয়ার্ডে ইদানিং বানরের উৎপাত আশংকাজনক হারে বেড়েছে। গত এক মাসে অন্তত ৪০ থেকে ৫০জনকে কামড়িয়েছে বানর। এদের বেশীরভাগই শিশু ও বয়ষ্ক। রীতিমত বানরের উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছেন ৪নং ওয়ার্ডের বাসিন্দারা। এনিয়ে রোববার সন্ধ্যায় এলাকাবাসী ৪নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে জরুরী সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
সভায় এলাকাবাসী বানরের উৎপাত থেকে রক্ষা পেতে বন বিভাগ ও সংশিষ্ট প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবী জানান। অন্যতায় তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুসিয়ারি দেন।
এসময় উপস্তিত ছিলেন- বিশিষ্ট মুরব্বী ফারুক আলী, জাবের আহমদ চৌধুরী, সেলিম খান, শামীম মজুমদার, দেওয়ান ইকবাল রাজা রুমেল, দুলালুর রহমান, সিরাজ উদ্দিন, দিনার হোসেন, সৈয়দ আকিব হোসেন, মিজান আহমদ, সুমন আহমদ, ওমর মাহবুব প্রমূখ।
প্রসঙ্গত, গত কিছুদিন যাবত নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই, গোয়াইপাড়া, বাদামবাগিছা, হাউজিং এস্টে,বড়বাজার, চৌকিদিঘী, মজুমদারী, কোনাপাড়া, পীর মহল্লা বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বেড়ে যায় বানরের উৎপাত। প্রায় প্রতিদিনই কোন না কোন এলাকায় বনরের হামলায় আহত হওয়ার খবর পাওয়া যায়। এনিয়ে উদাসীন রয়েছেন সংশ্লিষ্টরা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2i9NrCF

January 09, 2017 at 04:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top