উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বাগডোগরাঃ ফোন করলেই ঘরে অথবা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায় মদ। যেকোনো ব্র্যান্ডের মদেরই ‘হোম ডেলিভারি’র ব্যবস্থা রয়েছে রানিডাঙ্গা ও রাঙাপানি এলাকায়। হোম ডেলিভারি ছাড়াও চায়ের দোকান, পানের দোকান, ফাস্টফুড বা মুদিখানার দোকান যেকোনো জায়গাতেই চাইলেই পাওয়া যায় মদ। মদের অবৈধ কারবারে উদবিগ্ন এলাকাবাসী।
রাঙাপানি এলাকার বাসিন্দারা জানান, ৫-৬ জন যুবক মদের হোম ডেলিভারির কাজ করে এবং সাইকেলে বা বাইকে করে অর্ডার অনুযায়ী পৌঁছে দেয় মদ। অর্ডার নেওয়ার জন্য তারা কয়েকটি ফোন নম্বরও ব্যবহার করে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, প্রায় প্রত্যেকদিনই অভিযান চালিয়ে প্রচুর মদ নষ্ট করা হয়। কিন্তু কিছুতেই এই কারবার বন্ধ করা যাচ্ছে না।
from Uttarbanga Sambad http://ift.tt/2j5azjX
January 08, 2017 at 05:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন