৭টি মুসলিম দেশের জন্য দরজা বন্ধ করে দিল আমেরিকা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ অভ্যন্তরীণ সন্ত্রাস রোধে কড়া পদক্ষেপ নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনে অনুষ্ঠিত হওয়া জরুরি একটি বৈঠকে শুক্রবার মার্কিন সামরিক শক্তি বাড়ানোর নয়া পরিকল্পনার পাশাপাশি সন্ত্রাসবাদী হামলা থেকে দেশকে রক্ষা করতে ৭টি মুসলিম অধ্যুষিত দেশ থেকে আসা উদ্বাস্তু ও পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন সরকার। পেন্টাগনে এই নতুন ঘোষণায় স্বীকৃতি জানান ট্রাম্প। ইরাক, ইরান, সিরিয়া, সুদান, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেন-এই সাতটি দেশ থেকে কেউ মার্কিন মুলুকে পা রাখার ছাড়পত্র পাবে না। আগামী ১২০ দিন জারি থাকবে এই নিষেধাজ্ঞা। ট্রাম্প জানিয়েছেন, মুসলিম জঙ্গিদের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘যারা আমাদের দেশকে ভালোবাসবে ও সমর্থন করবে একমাত্র তাদেরকেই আমেরিকায় প্রবেশ করতে দেব।’

এই সিদ্ধান্তের পরই সমালোচনার ঝড় উঠেছে গোটা বিশ্বে। সমাজকর্মী ও সামাজিক অধিকার রক্ষা কমিটির পাশাপাশি নিন্দায় মুখর সারা বিশ্বের বিশিষ্ঠ ব্যক্তিত্ব। উদ্বাস্তুদের নিয়ে ট্রাম্পের এই পদক্ষেপ অত্যন্ত ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। পৃথিবীর সবচেয়ে বিপর্যস্ত পরিবার ও শিশুদের পাশ থেকে এভাবে সরে না যাওয়ার আর্জি জানান তিনি। এছাড়া ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেন। শরনার্থীদের আশ্রয় দেওয়ার আমেরিকার যে সুনাম ছিল তা আর রইল না।



from Uttarbanga Sambad http://ift.tt/2kda2j1

January 28, 2017 at 06:03PM
28 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top