মুম্বাই, ১৪ জানুয়ারি- ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের কথা প্রায়ই শোনা যায়। এক নামজাদা তারকার যৌনচাহিদা পূরণ করেননি বলে এক ভারতের এক দক্ষিণী নায়িকা সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন এবার। আর এই অভিনেত্রীর নাম অর্চনা। তিনি তামিল, তেলেগু, কন্নড় মালয়ালাম ছবিতে খুব পরিচিত এবং প্রিয় তারকা। তবে অর্চনা অভিনেতার নাম প্রকাশ করেননি। তাছাড়া কোন ছবিতে এই অভিনেতার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তাও বলেননি। তবে অভিযোগকারী নায়িকার দাবি, গোটা পরিস্থিতি তিনি খুব বুদ্ধি করে সামলে নিয়েছিলেন। জানা গেছে, তিনি শুটিংয়ে থাকাকালীন এই পরিস্থিতিতে পড়েছিলেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী অর্চনা জানিয়েছেন, গোটা ব্যাপারটা তার খুব অস্বস্তিকর লেগেছিল। এত বড় একজন অভিনেতা তাকে এমন একটা প্রস্তাব দিয়েছিলেন। তারপর অভিনেতার দেওয়া প্রস্তাবে রাজি না হওয়াতে ছবিটি মুক্তি পাওয়ার পর দেখতে পান যে অভিনয়ের বেশিরভাগটািই ছেটে দেওয়া হয়েছে। যদিও এর আগেও বলিউডের অনেক নায়িকারা এরকম শিকারের মুখে পড়েছিলেন বলে দাবি করেছেন। কলকির দাবি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা অবশ্যই রয়েছে। আমাকেও এ-ধরনের অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তবে আমি কখনও ওই ফাঁদে পা দিইনি। পরিস্থিতি যখনই অস্বস্তিকর মনে হয়েছে তখনই ওখান থেকে সরে পড়েছি। অপরদিকে কলকির থেকেও তিস্কার মন্তব্য খোলামেলা। তিস্কা জানান, এটা একেবারেই লেনদেনের প্রশ্ন। অভিন্ত্রেীদের সংখ্যা চাহিদার তুলনায় কম। তাই অভিনয়ের সুযোগের বদলে ডিরেক্টর ও অ্যাক্টররা উঠতি বা নবাগত নায়িকাদের কাছ থেকে কিছুটা বেশি আশা করে বসেন। তিনি আরও বলেন যে, তিনি কখনও শুনেননি এখানে কেউ কাউকে ধর্ষণ করেছেন। তবে লেনদেনের এই বাস্তব শোনা গিয়েছিল দক্ষিণী পরিচালক সুরজের মুখে। ফলস্বরূপ গত মাসেই তার মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। তিনি বলেছিলেন, দর্শকরা ফিল্মে নায়কের মারপিট দেখতে আসেন না। নায়িকার গ্লামার দিয়ে কাজ চালাতে হয়। চলচ্চিত্র জগতে এটা অহরহ হয়ে উঠছে। মানুষ অপেক্ষায় থাকে এরপর কার সংবাদ প্রকাশ পাবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iTAn29
January 15, 2017 at 03:36AM
14 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top