ওয়েলিংটন, ১৪ জানুয়ারি- ইংল্যান্ড ক্রিকেট দলকে নাকানি চুবানি খাইয়ে সৃষ্টি করেছিলেন নতুন এক ইতিহাস। এ ইতিহাসের মূল নায়ক টাইগার দলের অন্যতম সদস্য অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। এবার তার হাত ধরেই নিউজিল্যান্ডের মাটিতে গড়ল বিরল এক রেকর্ড। কিউইদের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই স্পিন অ্যাটাক দিয়ে রেকর্ড বইয়ে উঠলেন মিরাজ। স্বাগতিক নিউজিল্যান্ডের মাটিতে দলের প্রথম ইনিংসে প্রথম ওভারেই স্পিন এটাই প্রথম! ইতিহাস বলছে এর আগে স্পিন দিয়ে শুরু হয়েছিল মাত্র ৩ বার। তবে সেগুলো ছিল দুই বার তৃতীয় ইনিংসে ও একবার চতুর্থ ইনিংসে। ১৯৫১ সালে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় ইনিংসে প্রথম ওভার করেছিলেন অনিয়মিত বোলার কম্পটন। ৪৪ বছর পর অকল্যান্ডে প্রোটিয়া স্পিনার ক্লাইভ এক্সটিন করেছিলেন প্রথম ওভার। তবে তা ছিল চতুর্থ ইনিংসে। মিরাজের আগে হ্যামিল্টনে ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় ইনিংসে প্রথম ওভারটি করেছিলেন সেই সময়ের তরুণ ড্যানিয়েল ভেটোরি। আর/১৭:১৪/১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iSU5uI
January 14, 2017 at 11:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top