মাহবুব আজীজের দুটি দীর্ঘ কবিতাকবিতার সঙ্গে কবিতারা ছড়িয়ে থাকে এখানে-ওখানে; যেকোনো পরিস্থিতিতে; যুদ্ধ ও শান্তিতে আমি কবিতা কুঁড়িয়ে কুঁড়িয়ে নিই প্রাণভরে। কবিতারা ছড়িয়ে থাকে অবিন্যস্ত, বেপরোয়া; কিছু কবিতা ব্রহ্মপুত্রের ওপারে বসবাস করে তাদের আজলা ভরে নিতে নদী পাড় হতে হয়! বহুকাল পরে দেখা হলে ওই কবিতারা মুখ ফিরিয়ে রাখে। উপঢৌকনে তাদের রাগ ভাঙ্গাতে হয়! ছলে-বলে তাদের রাগ ভাঙ্গাই। রাগ সাঙ্গ হলে পর ব্রহ্মপুত্রপাড়ের কবিতারা আমাকে ...বিস্তারিত




from NTV Online : NTV RSS Feed http://ift.tt/2iVCmCf
January 21, 2017 at 12:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top