ভারত সরকারের মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টাকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উপহার দিলেন আফতাব হোসেন খান


ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টামন্ডলীর সদস্য (রেল, পর্যটন ও কালচারাল মন্ত্রণালয়ের সদস্য) সামসুর রহমান চৌধুরী ব্যক্তিগত সফরে সিলেটে এলে সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খানের কার্যালয় সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাকে আফতাব হোসেন খান ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রদান করেন।
সাক্ষাতকালে আফতাব হোসেন খান বাংলাদেশীদের ভারতী ভিসা প্রদানে ভুগান্তির বিষয়টি তুলে ধরেন এবং এ সমস্যা খুব দ্রুত সমাধান করার জন্য ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এসময় সামসুর রহমান বলেন, ভারত সরকার সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও উন্নয়নে সহযোগীতা করে আসছে। আগামীতেও তা বিদ্যমান থাকবে। আলাপ আলোচনা শেষে অতিথিকে নিয়ে ৭নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। কাউন্সিলর আফতাব হোসেন খান আরো বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং অচিরেই বাংলাদেশের অবস্থান বিশ্ব দরবারে অতুলনীয় হয়ে আসবে। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গির আলম, নওশেরান চৌধুরী, এম কামরুল আই রাসেল, আক্তারুজ্জামান, মো. বদরুল হোসেন খান কামরান, শেখ মো. আনহার মিয়া, জুবেল আহমদ, শাহানুর আলম, সায়েদ আহমদ, মিছবাহ মির্জা, সৈয়দ জাহির মাহবুব প্রমূখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2j0AbNF

January 22, 2017 at 05:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top