ঢাকা, ১৫ জানুয়ারি- বেলজিয়ামের টম সেইন্টফিটের বিদায়ের পর জাতীয় দলের জন্য একজন বিদেশি কোচ খুঁজছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বসন্তের কোকিলের মতো বিভিন্ন সময়ে জাতীয় দলের দায়িত্ব পালন করা ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের দিকেই বেশি নজর ছিল বাফুফের। তবে কয়েকদিন আগে তার পাশপাশি আলোচনা শুরু হয় জাতীয় দলের আরেক সাবেক ও সফল কোচ অস্ট্রিয়ার জর্জ কোটানকে নিয়ে। পরে আলোচনায় এসে আবাহনীকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করা এ বর্ষিয়ান কোচই এখন এগিয়ে আছে নতুর কোচের দৌড়ে। শুধু এগিয়েই নেই, নাটকীয় কোনো কিছু না হলে কোটানই হচ্ছেন জাতীয় দলের পরবর্তী কোচ। ন্যাশনাল টিমস কমিটির মধ্যেই কিছুদিন ধরে দ্বিমত ছিল ক্রুইফ-কোটানকে নিয়ে। শীর্ষ কর্মকর্তাদের ভিন্নমত থাকায় ক্রুইফ বিষয়ক আলোচনা বেশিদূর আগায়নি। শেষ পর্যন্ত কোটানকে চাওয়া পক্ষের দিকেই মত দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি এক সময় কোটানের ঘোর বিরোধি ছিলেন। সালাউদ্দিনের মত পাওয়ার পর কোটানকে বেছে নেয়ার সিদ্ধান্তই নিয়েছে বাফুফে। জানা গেছে, কোটানও বাফুফেকে দিয়েছে হ্ঁযা সূচক বার্তা। বাংলাদেশের প্রধান কোচ হওয়ার ব্যাপারে বরাবরই আগ্রহ ছিল কোটানের। তবে বাফুফেতে এতদিন তাকে নিয়ে ইতিবাচক কোনো আলোচনা হয়নি। এবার সেই পালে হাওয়া লেগেছে। সোমবার বিকালে ন্যাশনাল টিমস কমিটির সভা বসার আগেই নিজের চূড়ান্ত মতামত জানিয়ে দেবেন কোটান। আর/১০:১৪/১৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iuxG66
January 16, 2017 at 04:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top