মোঃ আব্দুল কাইযুম,মৌলভীবাজার প্রতিনিধি:
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকার শাহবাগে এটিএন নিউজের দুই সাংবাদিককে থানায় নিয়ে নির্মমভাবে নির্যাতনকারী পুলিশের সদস্যদের বিচারের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনের সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। সোমবার (৩০ জানুয়ারি) এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়। মৌলভীবাজার টিভি জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তমাল ফেরদৌস দুলাল, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনহার আহমদ সমসাদ, প্রথমআলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, নুরুল ইসলাম, সঞ্জয় কুমার দে, আব্দুর রব , সালাহ উদ্দিন ইবনে শিহাব, হোসাইন আহমদ, সৈয়দ বয়তুল আলী ও আলী হোসেন রাজন প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক অশোক কুমার দাশ, আহমেদ ফারুক মিল্লাদ, হাসনাত কামাল, আফরোজ আহমদ, মৌসুফ এ চৌধুরী, মু.ইমাদ উদ-দ্দিন, হৃদয় দেবনাথ, জাফর খান, তাপস দাশ, মাহমুদ এইচ খাঁন, এমদাদুল হক, আবু হানিফ, জুলফিকার আলী ভুট্টো, আমীর হোসেন ও মঞ্জু বিজয় চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন- সাংবাদিক নির্যাতন করে গণতন্ত্র সংরক্ষণ ও বিকাশ ঘটানো যাবেনা। এসময় সংবাদ কর্মীদের নিরাপদ কর্মক্ষেত্রের পরিবেশ বজায় রাখার আহবানও জানান তারা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jK9hNQ
January 30, 2017 at 07:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন