নাগপুর, ২৯ জানুয়ারি- নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরেই এমনটা ঘটল। ধোনির এই মূর্তি আগে কখনও দেখেননি। জেনে নিন কী করলেন মহেন্দ্র সিংহ ধোনি দলের প্রয়োজনে নেতৃত্ব ছে়ড়েছেন। যাতে পরের বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যায়। এতদিন এরকমই নিঃস্বার্থ ধোনিকে দেখে এসেছে ক্রিকেট বিশ্ব। তবে এই ভাবমূর্তি খানিকটা ফিকে হল জামথায়। তাও আবার শেষ ওভারে। অন্তিম ওভারের বর্ণনা শুনুন... প্রথম বল: মিড উইকেটে ধোনির নেওয়া সজোরে শট। এক রান। দ্বিতীয় বল: লং অনে বল ঠেলে পাণ্ডিয়া-ধোনির দুরান। তৃতীয় বল: জর্ডনের বলে পাণ্ডিয়ার নেওয়া স্ট্রেট ড্রাইভ সোজা পৌঁছোয় জর্ডনের হাতেই। তবে ধোনি আগেই ক্রিজ ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন বলে পাণ্ডিয়াকে নন-স্ট্রাইকিং এন্ডে ছুটে আসার ইশারা করেন ধোনি। নিজের নিশ্চিত আউট বাঁচিয়ে ধোনি মৃত্যুর মুখে ঠেলে দেন সতীর্থকে। চতুর্থ বল: কোনও রান হল না। মর্গ্যানের হাতে বল যাওয়ার পর অনেক সুযোগ ছিল। তবে স্ট্রাইকিং এন্ডে থাকবেন বলে অমিত মিশ্রের রানের আবেদন নাকচ করে দেন। পঞ্চম বল: অফ স্টাম্পের বাইরে থেকে ডিপ স্কোয়ার লেগে বল ঠেলে রান নিতে ছুটেছিলেন ধোনি। ধোনি দু রান নিতে চান। অমিত মিশ্র ক্রিজ ছেড়ে বেরিয়ে ধোনির শিকার হন। কারণ, ধোনি শেষ বলে ব্যাট করতে চেয়েছিলেন। ষষ্ঠ বল: ব্যাটের কানায় লেগে উইকেট ভেঙে যায় ধোনির। আর/১০:১৪/২৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k6h3jL
January 30, 2017 at 05:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top