উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শুক্রবার বিমুদ্রাকরণের প্রশ্নে আরবিআই এবং অর্থনৈতিক দপ্তরের প্রতিনিধিরা পার্লামেন্টের সদস্যদের প্রশ্নের উত্তর দিলেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)কে বিমুদ্রাকরণের পর দেশের অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর উর্জিত পাটেল জানান, টাকার সমস্যা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। এদিন তিনি বলেন, শহরের অবস্থা এখন ‘প্রায় স্বাভাবিক’, চেষ্ঠা করা হচ্ছে সমগ্র দেশে, বিশেষত গ্রামাঞ্চলে টাকার যোগোন স্বাভাবিক রাখার। তিনি বলেন, গ্রামীন এলাকায় অবস্থার উন্নতিতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন।
বেশ কিছুদিন আগে আরবিআই গভর্নর অর্থবিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে বলেছিলেন বিমুদ্রাকরণের পর ৯.২ লক্ষ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে।
পিএসি-এর এক সদস্য পাটেলকে বিমুদ্রাকরণের পর জমা পড়া টাকা এবং কোঅপারেটিভ ব্যাংকে নগদের পরিমানে অসামঞ্জস্যের ওপর প্রশ্ন করলে তিনি তার উত্তরে বলেন, বিষয়টি আয়কর দপ্তর এবং ফাইন্যানশিয়াল ইন্টালিজেন্স ইউনিট অনুসন্ধান করবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2k7U9Hk
January 20, 2017 at 06:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন