নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য পদে যোগদান করেছেন বিশিষ্ট শিল্পপতি, উদ্যোক্তা ও কুমিল্লার কৃতী সন্তান এ কে এম আফতাব-উল-ইসলাম মঞ্জু এফসিএ। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অর্ডার ১৯৭২ এর প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে তিন বছরের জন্য আফতাব-উল-ইসলাম মঞ্জুকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ১ জানুয়ারি থেকে আগামী তিন বছর এ পদে দায়িত্বপালনের বিষয়টি পত্রে উল্লেখ করা হয়েছে।
আফতাব-উল-ইসলাম মঞ্জু কুমিল্লা জেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন। তিনি ২০০৭ সালের সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলেন।
এর আগে আফতাব-উল-ইসলাম আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ও বাংলাদেশ কম্পিউটার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
The post কুমিল্লার আফতাব-উল-ইসলাম মঞ্জুকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে নিয়োগ appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2hVN6TQ
January 05, 2017 at 06:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন