নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে শনিবার কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইন ও আচরণ বিধি সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মনিরুজ্জামান তালকদার, অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহিন ইমনসহ অন্যান্য কর্মকর্তারা।
বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে। সত্য ও ন্যয়ের লক্ষেই সাংবাদিকরা লিখবে এটা যেমন সত্য তেমনি বাংলাদেশ ও দেশের কল্যাণে যুদ্ধাপরাধী, জঙ্গীবাদের বিরুদ্ধে সাংবাদিকদের স্বোচ্চার হতে হবে। বাংলাদেশকে এগিয়ে নেয়ার লক্ষে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, সাংবাদিকদের কল্যাণে এবং এই পেশার মান উন্নয়নে প্রেসকাউন্সিল বিশেষ ভাবে কাজ করবে। এই নিয়ে কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
সাংবাদিকদের নানা পেশাগত সমস্যা ও সাংবাদিকদের মান উন্নয়ন বৃদ্ধি বিষয়ে সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বাসস এর জেলা প্রতিনিধি অশোক বড়ুয়া, দৈনিক ইনকিলাব পত্রিকার কুমিল্লা স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সিটিভি নিউজ টুয়েন্টি ফোর অনলাইন সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস, একুশে টিভির জেলা প্রতিনিধি হুমায়ূন কবীর রণী, দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সফিকুর রহমান, সাপ্তাহিক কুমিল্লার কথা পত্রিকার প্রকাশক দেলোয়ার হোসেন জাকির।
অনুষ্ঠান শেষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে বিচারপতি মমতাজ উদ্দিনকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সাংবাদিকরা।
The post যুদ্ধাপরাধী, জঙ্গীবাদের বিরুদ্ধে সাংবাদিকদের স্বোচ্চার হতে হবে —প্রেস কাউন্সিল চেয়ারম্যান appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2kEPZLF
January 28, 2017 at 07:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন