দৈনিক জালালাবাদের সাবেক কমার্শিয়াল ম্যানেজার মো. আজিজুন নবী ফারুক আর নেই। তিনি সোমবার বেলা পৌনে ৩ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নগরীর লালদীঘিরপারে ব্যক্তিগত কাজে এসে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ আজ সকাল ১১ টায় উপশহর ই ব্লকের মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর বিশ্বনাথ সদর ইউনিয়নের আতাপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মো. আজিজুন নবী ফারুক সাপ্তাহিক সিলেট কন্ঠের মাধ্যমে সংবাদপত্র জগতে প্রবেশ করেন। এরপর দৈনিক জালালাবাদে কমার্শিয়াল ম্যানেজার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য যে, তিনি সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মুকতাবিস-উন-নূরের ভাতিজা।
দৈনিক জালালাবাদের শোক : সাবেক কমার্শিয়াল ম্যানেজার আজিজুন নবী ফারুকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক জালালাবাদ পরিবার। পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার ও সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ এক শোক বার্তায় তার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা বলেন দায়িত্ব পালনকালে তিনি পত্রিকার উন্নতি ও অগ্রগতিতে ভূমিকা রেখেছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iY03LS
January 10, 2017 at 08:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.