ঢাকা, ২২ জানুয়ারি- বাংলাদেশে যে কজন নারী নির্মাতা আছেন তাদের মধ্যে সবচেয়ে ব্যস্ততম নির্মাতার নাম চয়নিকা চৌধুরী। ক্যারিয়ারের শুরুটা যদিও শুরু করেছিলেন নাট্যকার হিসেবে। ১৯৯৫ সাল থেকেই এই গুণী নির্মাতা নাটক লেখা শুরু করেন। তার লেখা ৫০টিরও বেশি নাটক নির্মাণ হয়েছে বিভিন্ন সময়ে। তবে ২০০১ সাল থেকে তিনি পুরোদমে মন দেন নাটক নির্মাণে। এখন পর্যন্ত তিনি ৩২৩ টি একক নাটক ও ১৪টি টিভি সিরিয়াল নির্মাণ করেছেন। ২০১৪ সালের বই মেলায় তার লেখা মায়াঘর নামে একটি বইও প্রকাশিত হয়েছিল। এ প্রতিবেদকের সঙ্গে কথা হল তার সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে। তিনি জানান, আসছে ভালোবাসা দিবসের একটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। ভালোবাসার তিন বেলা নামে এ নাটকটির মূল গল্প টিপু আলমের। আর নাট্যরুপ দিয়েছেন মাসুম শাহরিয়ার। এ নাটকে অভিনয় করবেন, সিয়াম, নাদিয়া মিম, আফসানা মিমি, শহীদুজ্জামান সেলিম, তমালিকা, আজম খান, আবুল হায়াত, শর্মীলি আহমেদ, নাজিরা মৌ ও কল্যাণ। উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হবে সোমবার থেকে। চয়নিকা চৌধুরী বলেন, তিন প্রজন্মের ভালোবাসার গল্প নিয়েই এ নাটকটি তৈরি হচ্ছে। আশা করছি সবার ভালো লাগবে। ভিন্ন স্বাদের একটা কাজ হবে। এটি প্রযোজনা করেছে বৈশাখী টিভি। এই নাটকটির শুটিং শেষে তালপাখা নামে পহেলা বৈশাখের জন্য একটি নাটক নির্মাণ করবেন এই নির্মাতা। এতে মাহফুজ আহমেদ ও শমী কায়সারকে জুটি হিসেবে দেখা যাবে। এরপরে বাণীচিত্র প্রযোজিত শ্রাবণ সন্ধ্যা ধারাবাহিকের শুটিং শুরু করার কথা রয়েছে। আর সিরিয়ালটার শুটিং শেষ করে ঈদের কাজ নিয়ে ব্যস্ত হতে চান তিনি। নাটক নির্মাণই এই নির্মাতার ধ্যান-জ্ঞান। আর/১৭:১৪/২২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kgkoQ9
January 23, 2017 at 12:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন