শিমড়ায় মোবাইল কাপ ব্যাটমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ● জেলার আদর্শ সদর উপজেলার শিমড়া যুব সমাজের আয়োজনে পক্ষকালব্যাপী মোবাইল কাপ ব্যাটমিন্টন টূর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২-১ সেটে শিমড়া পার্শ্ববর্তী গ্রাম মৌলভীনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন।

অস্ত্র নয় কলমই শক্তি এ স্লোগান ধারণ করে ক্রীড়ামোদী শিমড়া যুব সমাজের উদ্যেগে প্রতি বছর বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। চলতি বছর পক্ষকাল ব্যাপী ব্যাটমিন্টন টূর্ণামেন্টের জমজমাট আসরে বিভিন্ন এলাকার প্রায় ২০ টি দল অংশগ্রহন করে। গত ১১ জানুয়ারী বুধবার রাত সাড়ে আটটায় শুরু হওয়া টানটান উত্তেজনাপূর্ন খেলাটি সহ¯্রাধিক দর্শক উপভোগ করেন। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ । এ সময় প্রধান অতিথী তার বক্তব্য বলেন,শুধুমাত্র খেলাধুলার কারনে বর্হিবিশ্বে বর্তমান বাংলাদেশের ব্যাপক পরিচিতি লাভসহ দারুন প্রশংসিত হচ্ছে। খেলাধুলার সাথে সম্পৃক্ত কোন তরুন বিপদগামী হতে পারে না। আয়োজক,খোলোয়াড়সহ উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অতিথী এমন কাজে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

আয়োজক কমিটির তরুন সদস্য জোনাইদের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বর্ষীয়ান ব্যক্তিত্ব আবদুল ওহাব,বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম,নজির হোসেন।আমন্ত্রিত অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন ডা:আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা,মো:ইউনুস আহমেদ, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান,রিফাদুল আরিফ,মনির হোসেন,আশিকুর রহমান ছোটন,হাবিবুর রহমান,জামাল হোসেন,শাহ রিয়াজ কবির মাসুম,আশিকুর রহমান অমি,ফাহিম খান, গিয়াস উদ্দিন।

আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এমরান হাসান রানা,আনোয়ার হোসেন,উমর ফারুক,এজাজ আহমেদ,জনি,পাবেল,রুবেল,রাজু প্রমূখ।

ক্যাপশন:শিমড়া যুব সমাজের আয়োজনে পক্ষকালব্যাপী ব্যাটমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলায় খোলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করছেন বুড়িচং উপজেলার ছাত্রদল সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।

The post শিমড়ায় মোবাইল কাপ ব্যাটমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2jbReAN

January 12, 2017 at 11:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top