জনবল সংকটে বিশ্বনাথ সমাজসেবা অধিদপ্তর

images-5

মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি  :: দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভোগছে সিলেটের বিশ্বনাথের সমাজসেব অধিদপ্তর অফিস। ফলে গুরুত্বপূর্ণ অনেক কাজ করতে হিমশিম খাচ্ছেন সমাজ অফিসে দায়িত্বরত অফিসারা। র্দীঘদিন ধরে ৬টি পদ শুণ্য থাকায় উপজেলার সমাজসেবা অফিসে কাজে আসলে লোকজন অনেক সময় সঠিক সময়ে কাজ না করে খালি হাতে বাড়ি ফিরত যেতে হয়। ফলে অফিসে আশা লোকজনকে পুহাতে চরম দূর্ভোগ। সমাজসেবা অধিদপ্তরে অফিসের জনবল সংকটের কারণে এমনটাই হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন। তারপরও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবা অফিসার আবু ইউসুফ।

সমাজমেবা অফিস সূত্রে জানাগেছে, ১১টি পদে মধ্যে ৬টি পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। শূণ্য থাকা পদের মধ্যে রয়েছে ইউনিয়ন সমাজকর্মী তিনজন, অফিস সহায়ক একজন, কাম কম্পিউটার একজন, মুদ্রাকরিক প্রশিক্ষণ একজন।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার সমাজসেবা অফিসের লোকবল সংকট থাকায় সঠিকভাবে অনেক মানুষের কাজের পরামর্শ পাননা। অফিসে আসলে সময়মত লোকজনকেও পাওয়া যায় না। সমাজসেবা অফিস একটি গুরুত্বপূর্ণ দপ্তর। এখানে বিভিন্ন ভাতার জন্য এলাকার লোকজন আসেন। অফিসে অনেক সময় লোকজনকে পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করেন। ফলে এলাকার হত-দরিদ্র মানুষকে পুহাতে হচ্ছে চরম দূর্ভোগ। অফিসে থাকা দায়িত্বরত কর্মরতরা লোকবল সংকটের কারণে বলে জানান। অভিলম্ভে সমাজসেবা অফিসে শূণ্য পদগুলো পূরণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তারা অনুরোধ জানান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2icwW5w

January 10, 2017 at 10:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top