ঢাকা, ০৩ জানুয়ারি- বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া গান নকল করেছেন বলিউডের অস্কার পাওয়া মিউজিক ডিরেক্টর এ আর রহমান। সোমবার আসিফ আকবর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন দাবি করেন। আসিফের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, ২০০৩ সালে বাংলাদেশের গায়ক প্রীতমের কথা ও সুরে গাওয়া তুমি নেই বলে গানটি সরাসরি কপি করেছেন এ আর রহমান। বলিউড সিনেমা ওকে জানু তে তু জো নেহি শিরোনামের গানটিই আসিফের গাওয়া তুমি নেই বলে গানের কপি। তবে এ নিয়ে কোন অভিযোগ বা ঝামেলায় না যাওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ। আসিফ লিখেছেন, আজ রাতে এক বন্ধু তার পছন্দের একটা গান শোনালো। সিনেমার নাম ওকে জানু। গানের টাইটেল তু জো নেহি। মিউজিক করেছেন শ্রদ্ধেয় এ আর রহমান। ২০০৩ সালে প্রীতমের কথা সুরে আমার গাওয়া তুমি নেই বলে গানটির সরাসরি কপি। খারাপ লাগেনি, কোনো ঝামেলাও করবো না। বরং গর্বিত, কারণ এ আর রহমান স্যারের দিলসে গানটা আমি ক্ষ্যাপা বাসু ছবিতে কপি গেয়েছি, কিংবা বাধ্য হয়ে গাইতে হয়েছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iYWt34
January 03, 2017 at 05:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top