মুম্বাই, ০৫ জানুয়ারি- এবিসি চ্যানেলের কোয়ান্টিকো টিভি সিরিজের মাধ্যমে মার্কিনে রাতারাতি জনপ্রিয়তা পান প্রিয়াঙ্ক চোপড়া। এবার কোয়ান্টিকো টিভি সিরিজের তৃতীয় মৌসুমের পরিকল্পনা শুরু করেছেন নির্মাতারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের মৌসুমে অভিনয়ের জন্য পারিশ্রমিক কমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু কমিয়েছেন তা নয় এর পরিমাণ নাকি অর্ধেকে নামিয়ে এনেছেন। বেওয়াচ সিনেমার শুটিং নিয়েই বেশ ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা। তবে সামনে দুটি বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন এ অভিনেত্রী। খুব শিগগিরই নিজের পরবর্তী সিনেমার কথা ভক্তদের জানাবেন বলে জানিয়েছেন তিনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iE3BVm
January 05, 2017 at 10:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top