আগামী ১৫ই জানুয়ারী’১৭ আমেরিকার নিউইয়র্ক এর কুইন্স থিয়েটারে মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলার কিংবদন্তী জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরীর জীবনী নির্ভর নাটক ‘হাসন রাজা’। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সার্বিক সহযোগিতায় নাটকটির প্রদর্শনীকে ঘিরে আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ‘হাসন রাজা’ নাটকটি রচনা করেছেন সিলেটের তরুন নাট্যকার মোস্তাক আহমেদ এবং নির্দেশনায় রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যনির্দেশক, নাট্যজন ইশরাত নিশাত। উল্লেখ্য, গত বছরের ১লা নভেম্বর ‘হাসন রাজা’র সফল মঞ্চায়ন হয় ইংল্যান্ডের বার্মিংহাম ম্যাক থিয়েটার হলে। ‘হাসন রাজা’ নাটক সম্পর্কে নাট্যকার মোস্তাক আহমেদ বলেন, বাংলার লোকিক সমাজে রামপাশা-লক্ষণশ্রীর জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী কিংবদন্তী হয়ে আছেন যুগ যুগ ধরে। এখনো তাকে ঘিরে নানাধরনের জনশ্র“তি আবহমান বাংলার লোকসমাজে। ভোগবিলাসের খোলস থেকে বেরিয়ে এসে এই সাধক কবি নিজেকে চিনিয়েছেন অন্যরূপে। তার সৃষ্টিকর্ম বাংলা লোকগানের পরিমন্ডলকে দিয়েছে এক নতুন ধারার সন্ধান। ‘হাসন রাজা’ একটি ঐতিহাসিক নাটক। গুণী নির্দেশক ইশরাত নিশাত ভিন্ন ভাবনায় নাটকটি উপস্থাপন করার প্রয়াস চালিয়েছেন। আশা করি নাটকটি আমেরিকার দর্শকদের মন জয় করে নেবে।
নাটকটিতে অভিনয় করছেন বিপ্লব শেখ, সীতেশ ধর,এজাজ আলম, জান্নাতুল আরা জলি, নজরুল কবীর, রাসেল কবীর, শাম্মী আখতার হেপী, আনোয়ারুল হক লাভলু, ও আশীষ রায় সহ প্রমুখ। সংগীতায়োজনে আছেন লুসি হাসান,মুক্ত ধর, হামিদ ইকবাল, সুব্রত দত্ত এবং সুতিপা চৌধুরী শম্পা। নাটকটির কোরিওগ্রাফীর ডিজাইন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস (বিপা)।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jadfgT
January 14, 2017 at 01:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন