ওয়েলিংটন, ২০ জানুয়ারি- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারলেও বেশ কয়েকটি রেকর্ড অর্জন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। এ টেস্টে সব থেকে বেশি রেকর্ড নিজের ঝুলিতে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েলিংটন টেস্টে নিজের ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ ও প্রথম ইনিংসে তৃতীয় বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি ও ইনিংসে সর্বোচ্চ রানের মালিক তিনি। ডাবল সেঞ্চুরি সাকিবকে নিয়ে গেছে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব অর্জন করেছেন ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। এখনো আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনের পেছনে। ২১৭ রানের ইনিংসটি আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিবকে তুলে দিয়েছে আট ধাপ ওপরে। বাঁহাতি অলরাউন্ডার এখন আছেন ২৩ নম্বরে। ওয়েলিংটন টেস্ট থেকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৩১ পয়েন্ট পেয়েছেন সাকিব। এখন তার রেটিং পয়েন্ট ৪৩৬। আগের ক্যারিয়ার সর্বোচ্চ ছিল ২০১৪ সালের নভেম্বরে ৪১৯। অশ্বিন শীর্ষে ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিবের চেয়ে বড় লাফ দিয়েছেন অবশ্য মুশফিকুর রহিম। সাকিবের সঙ্গে রেকর্ড জুটির পথে ১৫৯ রানের দারুণ ইনিংস খেলেছেন বাংলাদেশ টেষ্ট অধিনায়ক। ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ১৩ রানে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। নইলে হয়ত ম্যাচ বাঁচানোর পাশাপাশি সুযোগ পেতেন র্যাঙ্কিংয়ে আরেকটু এগোনোর। আর/১২:১৪/২০ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iG6jLy
January 20, 2017 at 06:08AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন