কোচবিহারের হোমে আম্বহত্যার চেষ্টা তিন যুবতির

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কোচবিহারঃ অত্যাচারের আভিযোগে এক সপ্তাহে দুবার খবরের শিরনামে উঠে এল কোচবিহারের বাণেশ্বর শর্ট স্টে হোম। শনিবার এই হোমে মারধর, অত্যাচার এবং শ্লীলতাহানির অভিযোগ তুলে তিন যুবতি আত্মহত্যার চেষ্টা করেন। অসুস্থ আরও একজন। চারজনকেই এদিন কোচবিহারের এমজেএন হাসপাতালে ভরতি করানো হয়েছে।

তবে প্রশাসনিক একটি সূত্রের মতে, হোমের সুপার এবং পরিচালন কমিটির মতানৈক্যের জেরে বারবার বাণেশ্বর শর্ট স্টে হোমে এই ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটছে।

এদিন হোমের ওই তিন যুবতি জানান, ঘর পরিস্কার করার ফিনাইল খেয়ে তাঁরা আত্মহত্যার চেষ্টা করেন।

পরিচালন সমিতির সদস্য জগদীশ চৌধুরির বিরুদ্ধে অভিযোগ জানান ওই তিন আবাসিকা। এর আগেও এর বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ হয়নি। অবশ্য জগদীশ চৌধুরি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন এগুলো তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।

জেলার পুলিশ সুপার অনুপ জয়সওয়াল জানান, ঘটনার তদন্তের জন্য হোমে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।



from Uttarbanga Sambad http://ift.tt/2itN0A6

January 15, 2017 at 02:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top