অপসারিত হলেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ লোধা কমিটির সুপারিশ অমান্য করায় সোমবার সুপ্রিমকোর্টের নির্দেশে অপসারিত করা হল বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকে। বোর্ডের অন্যান্য পদাধিকারী এবং যে রাজ্য সংস্থাগুলি লোধা কমিটির সুপারিশ মানেনি তাদেরও অপসারিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। এমনকি দু-সপ্তাহের মধ্যেই এই বোর্ডের নয়া আধিরারিক নিয়োগ করা হবে। আগামী ১৯ জানুয়ারি এই রায়ের পরবর্তী শুনানি হবে।

আদালতের শীর্ষ আধিকারিক গোপাল সুব্রামণিয়ম বোর্ড সভাপতির বিরুদ্ধে এই অবমাননার অভিযোগ আনেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেয়।

সুপ্রিমকোর্টের শুনানির পর লোধা কমিটির প্রধান রাজেন্দ্র মোহন ঠাকুর বলেন, ‘গত বছরের  ১৮ জুলাই সুপ্রিমকোর্ট বোর্ডের সংস্কার সংক্রান্ত সুপারিশ অনুমোদন করেছিল। কিন্তু আদালতের এই সুপারিশ মানেনি বোর্ড। সেই কারণেই এই রায় আদালত কর্তৃপক্ষের। এতদিন পর আদালতের সেই রায় কার্যকর হচ্ছে। এটি ক্রিকেটের জয়।’



from Uttarbanga Sambad http://ift.tt/2iYV00u

January 02, 2017 at 05:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top