উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ
১) উজ্জ্বল ত্বক পাবেন কিভাবে? পাকা কলা চটকে নিন। তাতে দু চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। মিনিট কুড়ি রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। হারানো জেল্লা আবার ফিরবে।
২) চুলের দৈর্ঘ্য যেমনই হোক বাড়তি চটক আনতে ডিমের কুসুম, সামান্য মধু আর পাতিলেবুর রস মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে আধঘন্টা মেখে রেখে শ্যাম্পু করে নিন।
৩) চোখের কোলে কালি দুর করবেন কিভাবে? শসা, আলু বা টম্যাটোর রস রোজ রাতে শোবার সময় লাগান। সকালে উঠে ধুয়ে নিন। তিনদিনেই চোখের কোলের কালি উধাও।
৪) সরষের তেলে সামান্য কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন। স্নানের আগে সারা গায়ে মাসাজ করুন। সোনার বরন ত্বক মিলবেই কয়েকদিনে।
৫) সরস্বতী পুজোয় শাড়ী মাস্ট। দিনে সুতি বা সাউথ কটন পরলে বেছে নিন ডোকরার গয়না। সন্ধের সাজ একটু ভারী তো হবেই। জমকালো সিল্ক বা জারদৌসি পরলে মুক্তো, প্রেসাস বা সেমি প্রেসাস স্টোনোর গয়না ম্যাচ করে পড়ুন।
from Uttarbanga Sambad http://ift.tt/2kDPk8O
January 28, 2017 at 02:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন