চেন্নাই, ২০ জানুয়ারি- ছয় বছর পর আবার সেঞ্চুরি পেয়েছেন যুবরাজ সিং। দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় ক্রিকেটের এই রাজপুত্র। ছেলের ভালো দিন দেখে দারুণ খুশি যুবির বাবা যোগরাজ সিং। যুবরাজের সেঞ্চুরি উপলক্ষে ধোনির বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিলেন এই দক্ষিণের চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা। এর আগে যুবরাজের দলে থাকার জন্য ধোনিকে দোষারোপ করেন তিনি। এমনকি সাবেক এই অধিনায়ককে অভিশম্পাতও করেন যোগরাজ। তবে কোহলির নেতৃত্বে ভারতীয় দলে আবার জায়গা পেয়েছেন যুবি। প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ওয়ানডেতে ১৫০ রানের দৃষ্টিনন্দন ইনিংসও খেলেন যুবি। এরপরই ধোনির বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেন যোগরাজ। কেবল তাই নয়, ধোনিকে আশীর্বাদও করেছেন যুবরাজের বাবা। তিনি বলেন, হ্যাঁ, তাকে (ধোনি) আমি ক্ষমা করেছি। ধোনির কারণে যুবরাজের তিনটি বছর নষ্ট হয়েছে এ জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত ধোনির। তবে তার প্রতি আমার আর কোনো রাগ নেই। এর আগে যুবরাজের খারাপ সময়ের জন্য ধোনিকে বিদ্ধ করেন যোগরাজ। গত বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন না যুবরাজ সিং। তখনো ধোনিকে দুষেছিলেন যোগরাজ। সেই সময় তিনি বলেন, ধোনির কারণেই যুবরাজ বিশ্বকাপ দলে নেই। সে খুবই অহংকারী ও একগুয়ে। রাবণের অহংকার যেমন একদিন পতন হয়েছিল, ধোনিরও ঠিক তেমন পতন হবে। তখন তাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করতে হবে। যুবির ভালো সময় আসতেই ধোনির প্রতি জমে থাকা অভিমান মুছে ফেললেন যুবির বাবা। যোগরাজের চোখে চক্ষুশূল হলেও ধোনি আর যুবরাজ কিন্তু এখনো ভালো বন্ধুই রয়েছেন। আর/১০:১৪/২০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iK385u
January 21, 2017 at 05:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top