উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ধূপগুড়িঃ প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতেই সংসারের চাপে বছর ছয়েক আগে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। অথচ এই কিশোর বয়সে নিজের হাতে একের পর এক শৌখিন সাইকেল তৈরি করছে ধূপগুড়ির ডাউকিমারির অন্তর্গত পশ্চিম চৌহদ্দির দীপু রায়। গ্যারেজে ঘুরে বিভিন্ন যন্ত্রাংশ জোগাড় করে নিত্যনতুন ডিজাইনের সাইকেল তৈরি করাটাই তার শখ। সাইকেলের পাশাপাশি ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী দিয়ে বাদ্যযন্ত্র বানাতেও ওস্তাদ সে। এর আগে লাউ দিয়ে একতারা এবং নারকেলের শুকনো খোল দিয়ে দোতারা তৈরি করেছে সে। তবে এসবই দীপুর শখ।
নিতান্ত দরিদ্র পরিবার হওয়ায় সংসারের ভরণপোষণের জন্য ঠিকা পরিশ্রমের কাজ করে সে। অবসর সময়ে শিল্পকর্ম নিয়ে ব্যস্ত থাকে। দীপুর সঙ্গে থাকা একটি অদ্ভুত মডেলের সাইকেল দেখিয়ে সে বলে, এই সাইকেলটি তৈরি করতে তার এক বছর সময় লেগেছে। বাতিল হওয়া বিভিন্ন যন্ত্রাংশ জোগাড় করে এবং ওয়েলডিং মিস্ত্রির সাহায্য নিয়ে তৈরি করেছে সেই শৌখিন সাইকেলটি।
দীপুর কথায়, নতুন মডেলের সাইকেলটি দেখামাত্রই এক নেপালি ভদ্রলোক তার কাছ থেকে নয় হাজার টাকার বিনিময়ে পছন্দের সাইকেলটি কিনে নেন। তবে তার এই শখ পূরণের জন্য যে অর্থ দরকার তা তার কাছে নেই।
দীপুর ইচ্ছে, আগামী দিনে এমন একটি সাইকেল সে তৈরি করবে যেটি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি গতি ও স্টাইলে হার মানাবে মোটর সাইকেলকে।
from Uttarbanga Sambad http://ift.tt/2jLthAo
January 21, 2017 at 08:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন