উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ওয়াশিংটনঃ ফের নতুন নীতি ট্রাম্পের। এবার আরও কঠোর হতে চলেছে ওয়ার্ক পারমিট। মার্কিন মুলুকে কর্মসূত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রেও রাশ টানতে চলেছে ট্রাম্প সরকার। এর ফলে সমস্যায় পড়তে পারেন এইচ-১বি ও এল-১ ভিসা নিয়ে মার্কিন মুলুকে যাওয়া ভারতীয়রা। নতুন নির্দেশিকার জেরে দেশে ফিরে আসতে বাধ্য হতে পারে তারা। ট্রাম্পের নতুন নির্দেশিকায় এইচ-১বি ও এল-১ ভিসা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধের পাশাপাশি বাড়ানো হবে নজরদারি।
এছাড়াও, এইচ-১বি ও এল-১ ভিসার সূত্রে যাঁরা আমেরিকায় রয়েছেন, এবার থেকে তাঁদের স্বামী-স্ত্রীদের এমপ্লয়মেন্ট কার্ড পাওয়া অসুবিধাজনক হবে। ভারত থেকে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা কাজের জন্য প্রায়ই কর্মীদের আমেরিকায় পাঠায়। মার্কিন নাগরিকদের তুলনায় তাঁরা অনেক কম বেতনে কাজ করেন। কিন্তু এর ফলে বেকারত্ব বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যে। এই যুক্তিতেই এইচ-১বি ও এল-১ ভিসা নিয়ে বিভিন্ন নিয়মনীতির পাশাপাশি বাড়াতে চলেছে কড়া নজরদারি।
from Uttarbanga Sambad http://ift.tt/2jQgWYJ
January 31, 2017 at 03:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন