মুম্বাই, ২১ জানুয়ারি- বলিউড নায়িকা আনুশকা শর্মার মুক্তি পাওয়া শেষ সিনেমা ছিল অ্যায় দিল হ্যায় মুশকিল। এই ছবির একটি অংশের শুটিং হয় প্যারিসে। সেখানকার সৌন্দর্য তাকে এতটাই মোহিত করেছে, যে কারণে তিনি নাকি শহরটাকে ভালোবেসে ফেলেছেন। শুধু তাই নয়, শহরের খাবারের প্রতিও তার আগ্রহ দেখা গেল সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে। প্যারিসের রাস্তায় আনুশকা। সম্প্রতি প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশন থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশিত হয়। ছবিতে আনুশকাকে প্যারিসের রাস্তায় ক্ষুধিত দৃষ্টিতে খাবারের দোকানের বাইরে থেকে তাকিয়ে থাকতে দেখা গেছে। ২৮ বছর বয়সী আনুশকা খাবারের জন্য অপেক্ষা করার পাশাপাশি তার ঠাণ্ডা হাত গরম করে নিচ্ছিলেন খাবারের দোকানের কাউন্টার থেকে। ছবির ক্যাপশনে লেখা, এর আগে কাউকে এতটা ক্ষুধিত নয়নে প্যারিসের খাবারের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় নি, যেমন দেখা গেল আনুশকাকে। অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির শুটিং থেকে ছবিটি তোলা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া আর/১০:১৪/২১জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jKwFew
January 22, 2017 at 05:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top