উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বনগাঁঃ দেশদ্রোহিতার অপরাধে তিন লস্কর জঙ্গিকে শনিবার ফাঁসির আদেশ দিল বনগাঁ আদালত। তাদের নাম মহম্মদ ইউনিস, আবদুল্লা এবং মুজফ্ফর আহমেদ।
প্রসঙ্গত, ২০০৭ সালে বাংলাদেশের পেট্রোপল সীমান্ত এলাকায় ধরা পড়ে চার জঙ্গি। করাচি থেকে ঢাকা হয়ে ভারতে প্রবেশের চেষ্টায় গ্রেফতার করা হয় ওই জঙ্গিদের। তাদের মধ্যে দু’জন পাকিস্তানি এবং অপর দু’জন ভারতীয়। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। গ্রেফতারের পর মুম্বই নিয়ে যাওয়ার সময় ট্রেন থেকে পালিয়ে যায় চতুর্থ জঙ্গি শেখ শামিম। তবে তাদের ভারতে নাশকতার ছক ভেস্তে যায়। এতদিন বিচার চলার পর আজ তাদের ফাঁসির সাজা দিল বনগাঁ আদালত।
from Uttarbanga Sambad http://ift.tt/2iWD9Tz
January 21, 2017 at 07:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.