পুনে, ১৫ জানুয়ারি- ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে কাগজে-কলমে ছিলেন ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক। তবে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। সম্প্রতি ধোনি সেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দেয়ায় মওকা পেয়ে গেলেন টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার। এখন টিম ইন্ডিয়ার সমস্ত দায়-দায়িত্ব কোহলি কাঁধে। ধোনি তাই খেলে যাবেন চাপমুক্ত হয়ে! স্থায়ী অধিনায়ক হিসেবে ওয়ানডেতে পথচলা সুখকর হলো কোহলির। জয় দিয়েই তা স্মরণীয় করে রাখলেন তিনি। ম্যাচটিতে ভারত পেয়েছে ৩ উইকেটের রোমাঞ্চকর জয়। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৩৫০ রানের পুঁজি সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৪৮.১ ওভারে (১১ বল হাতে রেখেই) ৭ উইকেট খুইয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় টিম ইন্ডিয়া। লক্ষ্য তাড়া করতে নামা ভারতকে হতাশ করেছেন টপ-অর্ডার ব্যাটসম্যানরা। শুরুটা যে বাজেভাবেই হয়েছে, তার প্রমাণ ৬৩ রান তুলতেই নেই ৪ উইকেট! ইংলিশ বোলারদের তোপে একে একে প্যাভিলিয়নের পথ ধরেছেন শিখর ধাওয়ান (১), লোকেশ রাহুল (৮), যুবরাজ সিং (১৫) ও ধোনি (৬)। দীর্ঘ দিন পর (৯ মাস) জাতীয় দলে ফেরা যুবরাজের কাছে অনেক বেশি প্রত্যাশাই হয়তো ছিল কোহলির। এছাড়া চাপমুক্ত হওয়া ধোনির কাছে প্রত্যাশাটাও ছিল পাহাড়সম। তবে অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান নামের প্রতি সুবিচার করতে পারেননি। যা করার, সেই গুরুদায়িত্বটা নিজ কাঁধেই তুলে নিলেন কোহলি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তুলে নিলেন বীরোচিত এক সেঞ্চুরি। বেন স্টোকসের শিকার হওয়ার আগে ১০৫ বলে ১২২ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন কোহলি। ৮টি চারের সঙ্গে তার মুগ্ধকর ইনিংসে ছিল ৫টি ছক্কার মার। পঞ্চম উইকেটে কেদার যাদবকে নিয়ে ২০০ রানের জুটি গড়েন কোহলি। জয়ের ভিত গড়ে দিয়েছে মূলত এই জুটিই। যাদব ৭৬ বলে ১২টি চার ও চারটি ছক্কায় ১২০ রানের ঝড়ো ইনিংস খেলেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া (১৩*) ও রবিচন্দ্রন অশ্বিন (৯)। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন জ্যাক বল। দুটি করে উইকেট পকেটে পুরেছেন ডেভিড উইলি ও বেন স্টোকস। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান আসে জেসন রয়ের ব্যাট থেকে। শেষ দিকে নেমে ঝড় তোলেন বেন স্টোকস। ৪০ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। অধিনায়ক ইয়ান মরগানের ব্যাট থেকে আসে ২৮ রান। ভারতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট ঝুড়িতে জমা করেন হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদব। ১২০ রানের টর্নেডো ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরা হয়েছেন ভারতের অলরাউন্ডার কেদার যাদব। আর/১০:১৪/১৫ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2izQYu4
January 16, 2017 at 05:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন