তীর্থযাত্রীদের জন্য আইআরসিটিসি-র নয়া উদ্যোগ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ গোটা উত্তর-পূর্ব ভারতে মাত্র ৬১৬১ টাকায় মিলবে তীর্থ যাত্রার সুযোগ। সুযোগটি এল আইআরসিটিসি-র সৌজন্যে। ব্যবস্থা করা হয়েছে ‘আস্থা স্পেশাল’ নামে একটি স্পেশাল ট্রেনের। আজ শিলিগুড়ির একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন আইআরসিটিসি-র যুগ্ম জেনারেল ম্যানেজার (পর্যটন) কৌশিক ব্যানার্জি।

কামাক্ষা থেকে রওনা হয়ে প্রথমে নিয়ে যাওয়া হবে গঙ্গাসাগর দর্শনে। এরপর সেখান থেকে শ্রী স্বামী নারায়ণ মন্দির, কালিঘাট, বিড়লা মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, কোনারক মন্দির, লিঙ্গরাজ মন্দির ভ্রমণ করানো হবে তীর্থ যাত্রীদের।

৯টি স্লিপার কোচে মোট ৬৩০ পুণ্যার্থীকে নিয়ে ১৭ ফেব্রুয়ারি রওনা হবে ট্রেনটি। ৯টি কোচের প্রত্যেকটিতে থাকবে আইআরসিটিসি-র ২জন করে প্রতিনিধি। এছাড়াও থাকবে প্যানট্রি কার। খাওয়াদাওয়ার ব্যবস্থা সমস্তই ওই টাকার মধ্যেই ইনক্লুডেড। এছাড়া যাত্রা চলাকালীন থাকছে প্যারা মেডিকেল দল ও প্রতিটি স্টেশনে থাকছে অ্যাম্বুলেন্স।

বয়স্ক তীর্থযাত্রীদের কথা মাথায় রেখেই আর্থিক দিকটি বিচার করে এত স্বল্প মূল্যে তীর্থযাত্রার ব্যবস্থা করা হয়েছে বলে জানান কৌশিকবাবু। তিনি জানান উত্তর-পূর্ব ভারতে এই পরিসেবা এই প্রথম।



from Uttarbanga Sambad http://ift.tt/2iDtcdl

January 17, 2017 at 10:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top