চৌডালায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে চৌডালা চ্যাম্পিয়ন

গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে চৌডালা ফুটবল দল আয়োজিত চৌডালা ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর  শুক্রবারের ফাইনাল খেলায় জয় পেয়েছে চৌডালা ফুটবল দল। তারা ২-০ গোলে রহনপুর আদিবাসী মিশন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে ইনজাম ও মোতালেব গোল দুটি করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে তুষার। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন এএসপি এটিএম মাইনুল ইসলাম গোমস্তাপুর থানা। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ফজলুর রহমান মহাজন, এহসানুল হক বিপ্লব, আব্দুল মজিদ পচা, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম জেম, মাইনুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আনসারুল হক।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৩-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2jJjsjT

January 23, 2017 at 09:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top