বিয়ানীবাজার প্রতিনিধি (লেনিন): বিয়ানীবাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আল-মদিনা আইডিয়াল একাডেমী ও আল-মদিনা দাখিল মাদ্রাসা-২০১৬ সালে জেডিসি ও জেএসসি ইবতেদায়ী পরিক্ষায় ৪নং শেওলা ইউনিয়ন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ফলাফলের দিক দিয়ে তাক লাগিয়ে দিয়েছে? প্রতিষ্ঠানটি ২০০৪ সালে তার যাত্রা শুরু করে, ১৫জন শিক্ষক ও ২০০ জন ছাত্র/ছাত্র নিয়ে।
নতুন বছরের ১লা জানুয়ারি জাতীয় বই উৎসব হিসাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আকসার হোসেন জাহেদ।
বিশেষ অতথি: রুহুল আমিন, সেলিনা বেগম ইউপি সদস্য ৫নং ওয়ার্ড, শফি আহমেদ মুন্না ও অভিভাবক বৃন্দ, পরিচালনায় আবুল কাশেম, শুরুতে তিলায়াত পাঠ করেন বজলুল কাদির আর ইসলামী সংগীত পরিবেশন করেন তায়্যিবা আক্তার নূরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ ও আল-মদিনা আইডিয়াল একাডেমী ও আল-মদিনা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আওয়াল ও অন্যান্য নেতৃবৃন্দ।
শালেশ্বর উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৪নং শেওলা ইউনিয়নের চেয়ারম্যান জহুর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম ১নং ওয়ার্ডের মেম্বার, ৪নং শেওলা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, প্রধান শিক্ষক মঈন উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ।
শালেশ্বর সারকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেদ ও আব্দুল আহাদ শিক্ষক বৃন্দের তত্ত্বাবধানে বই বিতরণ করা হয়। প্রধান শিক্ষক বলেন, সরকারি ভাবে ৩জন শিক্ষক ও বাকী ৩জনের বেতন জনগণের নিকট থেকে দেওয়া হয়।
বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, বিশেষ অতিথি প্রধান শিক্ষক দলিল উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ।
চারখাই প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ৪নং ইউপি চেয়ারম্যান হাজী আখতার হোসেন খান জাহেদ, বিশেষ অতিথি ছিলেন মোঃ তজমুল হোসেন ও অন্যান্যরা।
উল্লেখ্য ১লা জানুয়ারি সকাল ৯.০০ ঘটিকার সময় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম জাতীয় বই বিতরণী উৎসব উদ্ভোধন করেন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনা সকাল ১০.০০ ঘটিকার সময় জাতীয় বই উৎসবের প্রাধমিক ও মাধ্যমিক বইয়ের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।
শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এর দক্ষতা ও নিপুনতা সারা দেশে সুষ্ঠ ভাবে বই বিতরণ হওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা ও অভিভাবক বৃন্দ তাঁকে নববর্ষের অভিন্দন জানান এবং তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘায়ু কামনা করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iRaSiH
January 08, 2017 at 12:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন