বিরাট-বন্দনায় পঞ্চমুখ আক্রাম-শোয়েব

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, করাচিঃ ভারতীয় ক্রিকেটে বিরাট-যুগের সূচনা অনেকদিন আগেই ঘটে গিয়েছে।

সময়ের সঙ্গে বিরাট-ম্যানিয়ার পারদ চড়ছে। ভারতেই শুধু নয়, তার রেশ পৌঁছে গিয়েছে ওয়াঘা-পাড়ের পাকিস্তান ক্রিকেট মহলও। ওয়াসিম আক্রাম থেকে শোয়েব আখতার, সাকলিন মুস্তাক-ভক্তের তালিকাটা রীতিমতো লম্বা।

ওয়াসিম আক্রাম বলেন, ‘সাফল্য বিরাটের মাথা ঘুরিয়ে দেয়নি। কোনো সমস্যা হলে সিনিয়রদের কাছে পরামর্শ নেন। শুধু বিরাটই নয়, অন্যান্য ভারতীয় তরুণ ক্রিকেটাররাও সেটাই করে থাকে। ভুল শুধরে আরও উন্নতি করতে যা ওদের সাহায্য করে।’ সাকলিনের কথায়, ‘কোহলির এনার্জি লেভেল দেখার মতো। জিম, ডায়েট, লাইফস্টাইল-শৃঙ্খলা না থাকলে এটা হয় না।’ শোয়ব আখতারের কথায়, বিরাটের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা, পরিশ্রম, প্রচেষ্টা সবার কাছে অনুকরণীয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2jQR2o8

January 25, 2017 at 05:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top