নয়া দিল্লী, ১৩ জানুয়ারি- অবশেষে জানা গেল মাহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্ব ছাড়ার আসল কারণ। সংবাদমাধ্যমের সামনে নিজেই মুখ খুললেন ভারতকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক। কারণ হিসেবে ক্যাপ্টেন কুল খ্যাত ধোনি সোজাসুজি জানালেন, টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী নন তিনি। তাই সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসরের পর ভারতকে সাদা পোশাকে নেতৃত্ব দিচ্ছিলেন বিরাট কোহলি। সময়ের সেরা এই ব্যাটসম্যানের নেতৃত্বে সাফল্যও পাচ্ছে ভারতীয় দল। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব ছিল ধোনির ওপরই। রোববার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধোনি বলেন, দুই ফরম্যাটে দুই অধিনায়ক তত্ত্ব; কোনো দিনই মন থেকে মেনে নিতে পারিনি। টেস্ট থেকে অবসরের পরই সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। মনে হচ্ছিল নেতৃত্ব ছাড়ার এটাই সঠিক সময়। এসময় কোহলির প্রশংসা করতেও ভুলেননি তিনি, অধিনায়কত্বের চ্যালেঞ্জ নেওয়ার যোগ্য কোহালি। টেস্টে দলকে অসাধারণ নেতৃত্ব দিয়ে ইতোমধ্যেই নিজের ক্ষমতা দেখিয়েছে সে। অধিনায়কত্ব ছাড়লেও খেলা ছাড়েননি ধোনি। কিন্তু অধিনায়কত্ব যখন ছাড়লেন, তখন ক্রিকেটকে বিদায় বলার সময় এল কি? ধোনি এ প্রসঙ্গে বললেন, পরবর্তী বিশ্বকাপ খেলতে চাই। আর কোহালিকে সাহায্য করার জন্য আমি সব সময়ই প্রস্তুত। আমার এতো দিনের অভিজ্ঞতার পুরোটা উজাড় করে দেবো কোহলির জন্য। আর/১০:১৪/১৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2isAh3X
January 14, 2017 at 04:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top