উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, জলপাইগুড়িঃ উত্তরের সাহিত্য আকাশে অন্যতম উজ্জ্বল নক্ষত্র কবি তুষার বন্দ্যোপাধ্যায় চলে গেলেন আজ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সাহিত্য মহল। ডুয়ার্সের বীরপাড়াতে নিজের বাসভবনে দুপুর ১২ টা নাগাদ ঘুমের মধ্যেই তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। প্রয়াত কবির স্ত্রী-পুত্র বর্তমান। কবির স্বজন প্রীতি কতটা গভীর ছিল তা জানান দিয়েছে এদিন তাঁর অন্তিম যাত্রায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি।
কর্মসূত্রে তিনি ডুয়ার্সের বীরপাড়ায় থাকতেন। আদি নিবাস বর্ধমানের বৈচি গ্রাম। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্য ১০। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘শক্তিমান কবি ছিলেন তুষার। গুণী এই কবির প্রয়াণে বাংলা সাহিত্যের ক্ষতি হল।’ এছাড়াও দেবেশ রায়, সমরেশ মদুমদার প্রমুখ বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও গল্পকাররা গভীর শোক প্রকাশ করেছেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2j9XVAu
January 09, 2017 at 09:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন